Aapsta Creative is an online basis Education, Graphic Design and Website Development company

BCS Preparetion

যারা ৩৯,৪০ তম বি সি এস দিবেন, তাদের মোটামুটি ভাল একটা সময় আছে নিজেকে প্রস্তুত করার। প্রথমেই যা করবেন তা হলো মানসিক প্রস্তুতি। আপনি নিজের সাথেই বোঝাপড়া করে নিন, আপনি কি চাচ্ছেন! কেবল প্রিলি, রিটেন আর ভাইভা পাশ নয় বরং আপনাকে ক্যাডার হতে হবে। আর এজন্য সবার আগে ধৈর্য ধরতে শিখুন। দৃঢ় মনোবল, পরিশ্রম আর ধৈর্যই আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। ভাইবা পর্যন্ততো বটেই, বাকি জীবনেও এর তুলনা নেই। প্রথমেই লেখা পড়ার পাশাপাশি কিছু অভ্যাস,আচরণ বা মনোভাব ধারণ করুন। তা হলো : পজিটিভ থিংকিং, পড়াশোনা, জানা এবং শেখা কে আনন্দের সাথে নিন। আশে পাশে কিছু লোক থাকবে যাদের কাজই হচ্ছে ডিসকারেজ করা। ইগনৌর দেম। নিয়মিত পত্রিকা পড়ুন। তবে কেবল দরকারি পয়েন্ট। খুব পন্ডিত ব্যক্তির সাহচর্য আপনাকে হীনমন্যতায় ভোগাতে পারে, তাদের সঙ্গ ত্যাগ করুন। আশেপাশে জ্ঞানী ব্যক্তির বলয় তৈরি করুন। আর জ্ঞান আহরণ করুন। নিজেকে তথ্যের ঝর্ণা রূপে গড়ে তুলুন। এ পৃথিবীতে সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই ভাল চিন্তা করুন, ভাল উদ্দেশ্য রাখুন। নিয়মিত সৃষ্টিকর্তার সাথে সমস্ত কিছু শেয়ার করুন।
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free